ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলে জানিয়েছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।
সোমবার ৬ ফেব্রুয়ারী সকালে সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্য মামলা ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ডিজিটাল নিয়াপত্তা আইনের অপব্যবহার বন্ধ করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় পুলিশ যে ভাবে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ কে হয়রানি করছে তা অত্যান্ত নেক্কারজনক ও নিন্দনীয়।অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
উক্ত মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশটি সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিনের সভাপতিত্বে সময় টিভি সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথার সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য বাবু ইসলাম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধক্ষ্য ও দৈনিক শ্যামল বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দিলীপ গৌর, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এস এ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।