রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার সকাল ৮.১৫ টায় মৃত্যুবরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস।
আমানুল হাসান দুদু'র মৃত্যু সংবাদে গভীর শোক জ্ঞাপন সহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা এবং ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার সহ রাজশাহী জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
মরহুম আমানুল হাসান দুদু'র প্রথম জানাজা নগরীর আলুপট্টি মোড়ে বাদ জুম্মায় অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজার নামাজ এবং দাফনকার্য বাদ মাগরিব বাঘা উপজেলার নারায়নপুর তাঁর নিজ গ্রামে সম্পন্ন হবে।জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।