চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন সম্পন্ন হয়েছে।
২’রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এর আগে গত ১’লা ফেব্রুয়ারি বিদ্যালয়ের মাঠে বিভিন্ন গ্রামীন খেলাধুলার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সহঃ প্রধান শিক্ষক ও পরিচালক জুয়েল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিতা মোঃ নুরু জ্জামান ও সহঃ প্রধান শিক্ষকের পিতা মোঃ ইব্রাহীম গাজী।
বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরোয়া হোসনেয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার রাউত, ৮নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মমিনুল ইসলাম সুমন, কেরোয়া হোসনেয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক রাজিব মজুমদার, আলাউদ্দিন মিয়াজী, শাহাদাৎ হোসেন টুটুল, শরীফ মৃধা, সাংবাদিক মামুন হোসাইন, এফ,এ মানিক প্রমুখ।
এসময় আরো উপস্থিতি ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রেবা বিশ্বাস, আয়শা আক্তার, ফাতেমা আক্তার, সেলোয়া ইসলাম মীম সহ অনেক।