গলাচিপা সরকারি কলেজের একাদশ শ্রেণিতে নবাগত ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিলেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক মন্ডলী।
এই নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় পুরো কলেজ মিলনায়তন ও ক্যাম্পাস প্রাঙ্গণ।
বুধবার বেলা ১১টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজের আইসিটি হল রুমে অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. দুলাল ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সুধিজন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মো. ফোরকান কবির অনুষ্ঠানে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের শৃঙ্খলা বজায় রাখা, সুশাসন নিশ্চিতকরণ, আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়া, লেখাপড়ায় মনোযোগী হয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ, পরিবার ও দেশের সুনাম অক্ষুন্ন রাখার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।