বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

প্রতারণা মামলায় এফডিসি থেকে পরিচালক শফিক গ্রেপ্তার

রাজধানীর এফডিসি থেকে নির্মাতা শফিক হাসানকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শাহজাহান।

শাকিব খান, পরীমনিসহ একাধিক প্রথম শ্রেণির অভিনয় শিল্পীর সিনেমা বানিয়েছেন শফিক হাসান।

বুধবার সন্ধ্যায় শাহজাহান বলেন, শফিক হাসানের বিরুদ্ধে লেনদেন সংক্রান্ত অভিযোগ ছিল।তাকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

শফিক হাসানের গ্রেপ্তারের বিষয়ে নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘গত শনিবার শফিক হাসানকে এফডিসি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ।শফিক হাসানের পা ভেঙে গেছে,তিনি গাড়িতে বসে ছিলেন।পুলিশ এসে গ্রেপ্তারের ওয়ারেন্ট দেখিয়ে নিয়ে যায়।আমি নিজে কাগজ দেখতে চেয়েছি সেখানে কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে সেটা লেখা ছিল না।’

জানা গেছে, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ নামের সিনেমার প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে দুটি সিনেমার স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন নির্মাতা শফিক হাসান।পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে শফিক হাসান টাকা ফেরত দিয়ে দিতে চান।সে টাকাও ফেরত না দিলে টেলিভিশন রাইট কেনা এটিএন বাংলা মামলা করে।

এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান) মাহমুদ হাসান বলেন, ‘টেলিভিশনটির পক্ষ থেকে বারবার শফিক হাসানকে টাকা ফেরত দিতে বলা হয়।কিন্তু তিনি দেড় লাখ ফেরত দিলেও সাড়ে আট লাখ টাকা আর ফেরত দিচ্ছিলেন না।পরে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছে এটিএন বাংলা টেলিভিশন কর্তৃপক্ষ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com