নান্দাইলে একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রুবেল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৩১জানুয়ারি) গভীর রাতে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. রুবেল মিয়া উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা গ্রামের ইসমাঈল মন্ডলের পুত্র।
নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, নান্দাইল মডেল থানার একটি মামলায় মো. রুবেল মিয়ার অনুপস্থিতে আদালত এক বছরের সশ্রম করাদণ্ড দেয়।রায়ের পর থেকেই রুবেল মিয়া পলাতক ছিলেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, সাজাপ্রাপ্ত আসামি এক বছর ধরে পলাতক।তাকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।