সোমবার (৩০ জানুয়ারি) প্রকাশ পেল কেয়া অভিনীত নতুন চলচ্চিত্র ‘কথা দিলাম’ ছবির ট্রেলার।ট্রেলারটি এখন বিডি২৯ মাল্টিমাডিয়া ইউটিউবে দেখা যাচ্ছে।
আর বিডি ২৯ মাল্টিমিডিয়ার টিম পুরোদমে ‘কথা দিলাম’ এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে।ছবিটির পোস্টারও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে।
জসিম উদ্দিন আকাশ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব।সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
গ্রামীণ পটভূমিতে নির্মিত এই ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
নির্মাতা রকিবুল আলম রাকিব বলেন, একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বই দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল।তবে বর্তমানে এই ধরনের ছবি তেমন একটা নির্মিত হচ্ছে না।কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে ছবিটি নির্মাণ করেছি।আশা করছি সবার ভালো লাগবে।
‘কথা দিলাম’ ছবির বিভিন্ন চরিত্রে কেয়া ছাড়া আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জামশেদ শামীম, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।
ছবিতে পাঁচটি গান রয়েছে।সবগুলো গানই লিখেছেন এটির প্রযোজক ও কাহিনীকার জসিম উদ্দিন আকাশ।
গানগুলোতে কন্ঠ দিয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি রক্ষিত দাস।(সুত্র- স্টার আনন্দ)