সিরাজগন্জের কাজিপুরে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবাগত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ ও ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
১ ফেব্রুয়ারি অত্র কলেজের আযোজনে কলেজের লায়লা নাসিম অডিটোরিয়ামে ফুলেল শুভেচছা জানান অত্র কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক,প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ আলহাজ্ব খোসলেহাজ উদ্দিন।
এ সময় অধ্যক্ষ নবীনদের উদ্দেশ্য বলেন,”আমরা তােমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ আবেগে, ভালােবাসার আশ্বাসে একান্ত নিবিড় করে গ্রহণ করলাম।তােমাদের আগমন শুভ হােক।এই শিক্ষায়তনের উন্মুক্ত অঙ্গনে তােমরা জীবন বিকাশে সক্ষম হও, সফল হও- এটাই আমাদের একান্ত কামনা।
এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক।এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হও।যৌবনের আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন আমরা এই প্রত্যাশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক এস এম পলাশ, সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, জিল্লুর রহমান, প্রভাষক মোতালেব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, জুয়েল রানা সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।