নানা আয়োজনে বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ চন্দনাইশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৮:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ৮৯২ বার পড়া হয়েছে

অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথে নিয়ে আসতে হলে বইয়ের বিকল্প নেই।একটি বই পারে জীবনকে পাল্টে দিতে।বইয়ের ভেতরকার জ্ঞানের সুঘ্রাণ যদি চারপাশে ছড়ানো যায় নব প্রজন্ম যেমন আলোকিত মানুষ হবে, অনেকাংশে কমে আসবে চলমান অপরাধগুলো।
বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ চন্দনাইশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলার গাছবাড়ীয়া কলেজ সংলগ্ন জাহাঙ্গীর প্লাজার একটি অডিটোরিয়ামে পহেলা ফেব্রুয়ারী দিনব্যাপী নানা আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এতে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যরা ছাড়াও নতুন সদস্য,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, বই অতিথিদের বই উপহার, স্মারক বক্তব্য।
আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি সাবরিনা আলম মুমুর সঞ্চালনায় অংশগ্রহণ করেন,চন্দনাইশের কৃতি সন্তান, চট্টগ্রামের প্রথিতযশা কবি, সংগঠক আবু মুছা চৌধুরী, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কবি, গবেষক শাহজাহান আজাদ, সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক, লেখক হুমায়ুন কবির, বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ চন্দনাইশের সভাপতি বিনয়মিত্র ভিক্ষু (নিমফুল), ভিডিও কলে বক্তব্য রাখেন সৌদি আরবে প্রবাস জীবনে চলে যাওয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক কাজী মোহাম্মদ ইসমাইল, প্রচার সম্পাদক সাফাত বিন ছানাউল্লাহ্, বরমা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক সৈয়দ শিবলী সাদিক কফিল, চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ চন্দনাইশ প্রতিনিধি, সাংবাদিক নুরুল আলম, দৈনিক ইত্তেফাক চন্দনাইশ প্রতিনিধি, সাংবাদিক আবু তোরাব প্রমুখ।বই বিনিময় উদযাপন পরিষদ চন্দনাইশের সকল সদস্যরাঃ কাজী মোহাম্মদ ইসমাইল, বিনয়মিত্র ভিক্ষু, সাফাত বিন সানাউল্লাহ, শফিউল আলম রাকিব, ওয়াহিদুল আলম রাকিব, রাবিদা হক চৌধুরী, জোবায়েদ আলী সাজ্জিল, সাবরিনা আলম মুমু, এবিএস ফাহিম, উম্মে সালমা পিংকি, আসরার কাউসাইন তাহমিদ, উম্মে সালমা সামিয়া, আফরা নূর, তানজু আকতার, নিলুফা আকতার।