ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ধোবাউড়া থানা পরিদর্শন শেষে উপজেলার ৭ টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর ও হালুয়াঘাট (অতিরিক্ত) সার্কেল দীপক কুমার মজুমদার, ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দীন, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ইমরান হোসেন, কমল সরকার সহ ধোবাউড়া থানায় কর্মরত সকল উপ পুলিশ পরিদর্শক(এস আই), এ এস আই ও সদস্যগন।
এ সময় পুলিশ সুপার গ্রাম পুলিশদের উদ্যেশে বলেন, “গ্রাম পুলিশরা পুলিশের সাথে থেকে ইউনিয়নগুলোতে আইন শৃঙ্খলা কাজে নিয়জিত থাকে।অসচ্ছল গ্রাম পুলিশদের সকল সমস্যা সমাধানে ময়মনসিংহ জেলা পুলিশ সহায়তা করবে।”
এছাড়াও তিনি ধোবাউড়া উপজেলায় মাদক, চোরাকারবারি ও জঙ্গিবাদের বিরুদ্ধে গ্রাম পুলিশদের কঠোর অবস্থান ও পুলিশকে অবগত করার আহবান জানান।