‘টানা তিন মেয়াদের দেশ পরিচালনায় বঙ্গবন্ধু কন্যা, উন্নয়নের কারিগর দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়।রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করে উন্নতসমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিয়েছেন বেশ কিছু মেগা প্রকল্প। কিছু কিছু প্রকল্পের সুফল জনগণ ইতোমধ্যেই ভোগ করতে শুরু করেছে।মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে বদলে যাচ্ছে বাংলাদেশ বদলে।যেকারণে জাতির পিতা বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠিত হবেই।’
বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ঈশ্বরদীতে নির্মিত ব্রিজ ও কালভার্টের উদ্বোধন কালে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস একথা বলেছেন।
সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত দাশুড়িয়া তেঁতুলতলা হতে কদিমপাড়া পর্যন্ত সড়কে নবনির্মিত ব্রিজ ও কালভার্টের উদ্বোধন করা হয়।
এমপি বিশ্বাস আরও বলেন, ‘বাংলাদেশ আজ অপার বিস্ময়ের নাম।অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি, দারিদ্র্যের হার হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ খাতে অভূত সাফল্যের কারণে এই দেশ বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত।এক সময়ের দারিদ্র পীড়িত দেশটি আজ এশিয়ার ‘এমার্জিং টাইগার’। রাজধানী থেকে প্রত্যন্ত এই গ্রাম পর্যন্ত সর্বত্রই উন্নয়নের জোয়ার।এ সবকিছুই সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, দাশুড়িয়ার ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নায়েক (অব:) আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা কোরবান মালিথা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক শরীফ বিশ্বাস সহ ইউপি মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রকৌশলী এনামুল কবীর জানান, দাশুড়িয়া তেঁতুলতলা হতে কদিমপাড়া পর্যন্ত সড়কে ব্রিজ নির্মাণে ২ কোটি ৩০ লাখ টাকা এবং কালভার্ট নির্মাণে ১ কোটি ২১ লাখ টাকা ব্যয় হয়েছে।