বওলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ৫৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বওলা ডিগ্রি কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি)সকালে কলেজ ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে কেউ এসেছিলেন সেজে,কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে।শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বওলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান
এসময় বওলা ইউনিয়ন আ’লীগের আহবায়ক কাজী নাসিম,বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোতালেব দেওয়ান,কলেজের শিক্ষকবৃন্দ,দাতা সদস্যগণ গভর্নিং বডির সদস্য কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ,ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কলেজটির ইংরেজি বিভাগের প্রভাষক রাইসুল ইসলাম খান।
নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন।উন্নত জীবন এবং ভবিষ্যত গড়তে সকল শিক্ষার্থীদেরকে আহবান জানানো হয়।