জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এ জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু ক্রীড়াবিদ (দীর্ঘ লম্ফ) সুজানগর উপজেলার মথুরাপুর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নিশানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় বিদ্যালয় চত্বরে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য কামরুজ্জামান উজ্জল।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, এন এ কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আব্দুল হালিম মানিক, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল জব্বার মাষ্টার, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাবনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদেও, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, ভাঁয়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রায়হান আলী মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।