বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের হাতে টাকা নেই তাই বিদ্যুতের দাম বাড়াচ্ছে।আবারও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করছে তারা জনগণের দাবিকে তোয়াক্কা করছে না।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পদযাত্রা পূর্ব বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এ বক্তব্য রাখেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিরপুর এক নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয় এ পদযাত্রা। এতে ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষ চলতে পারছে না।প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে।এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।তাদের সামনে আজ এই সরকারর পতনের কোনো বিকল্প নেই।