কুপি বাতির আগুনে পুঁড়ে বৃদ্ধার মৃত্যু

- আপডেট সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে

নান্দাইলে কুপি বাতির আগুনে অগ্নিদগ্ধ হয়ে খাদিজা খাতুন (৭৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩১ জানুয়ারী) ফজরের সময় এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা খাতুন উপজেলার খারুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছালুয়াপাড়া গ্রামের মৃত রবিউল্লাহ্ স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, খাদিজা খাতুন নিজ ঘরে একা বসবাস করতো।বিছানার সাথেই কেরোসিন তেলের কুপি বাতি জ্বালিয়ে রাখতেন।মঙ্গলবার ভোরে কুপি বাতি থেকে মশারি সহ খাজিদার শরীরের কাপড়ে আগুন ধরে।খাদিজার আত্নচিৎকারে পাশের ঘরের লোকজন উঠে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে খাদিজার শরীরের অর্ধেক অংশ পুঁড়ে যায়।আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তার মৃত্যু হয়।
প্রতিবেশী আব্দুর রাশিদ বলেন, মহিলাটি অত্যন্ত দরিদ্র।ছেলেরা ঢাকায় চুল কাটার কাজ করে।খাদিজা বাড়িতেই থাকতো।মশারীতে কুপি বাতির আগুন লেগে শরীরে ধরে। এতে শরীর পুঁড়ে যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, খবর শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছিলাম।বৃদ্ধা মহিলার দাফণের জন্য অনুমতি দেওয়া হয়েছে।