বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আব্দুল্লাহ খিজির,টাঙ্গাইল প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৬:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

টাংগাইলের নাগরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে ড্রাইভিং লাইসেন্সবিহীন, রেজিষ্ট্রেশন বিহীন এবং অবৈধ পার্কিং এর জন্য সড়ক পরিবহন আইন,২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়।এসময় ১১ টি মামলায় মোট ৭৩০০/- টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, উপজেলা সদরে যানজট নিরসনে অবৈধ পার্কিং,রেজিষ্ট্রেশন বিহীন গাড়ির বিরুদ্ধে এ ধরনের অভিযান/মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, নাগরপুর থানার এএসআই হাসান, নাগরপুর বণিক সমিতির আহবায়ক হাবিবুর রহমান লিটন ও গণমাধ্যম কর্মী সহ অন্যান্যরা।