লালমনিরহাট সীমান্তে পাঁচ কেজি স্বর্ণসহ আটক ১

- আপডেট সময় : ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে ৪৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।ওজন দিয়ে দেখা গেছে, জব্দ করা স্বর্ণের ওজন পাঁচ কেজি ২৪৮ দশমিক ৭২ গ্রাম (৪৫০ ভরি তিন আনা এক রতি)।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্ত থেকে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম আজিজার রহমান।তার বাড়ি ওই উপজেলা দুর্গাপুর গ্রামে।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জেল হোসেন আকন্দ জানান, গোপন খবর আসে ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের কুটির চর দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে যাবে।পরে বাংলাদেশের অভ্যন্তরের ৯২৫/৭ নম্বরের সাব পিলারে বিজিবি টহল দেয়।সেখানে তামাক ক্ষেতে আজিজার রহমানকে সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি জানান, জব্দ করার স্বর্ণের মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।
আটক ব্যক্তিকে আদিতমারী থানায় হস্তান্তর এবং জব্দ স্বর্ণ লালমনিরহাট ট্রেজারি অফিসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন আছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।