বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩৫

গত ২৪ ঘন্টায় রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।এর মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ২৬ জন এবং রাজশাহী জেলা পুলিশ ৯ জনকে আটক করেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো আরএমপি ও জেলা পুলিশের পৃথক দু’টি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন,রাজপাড়া থানা-৩ জন,চন্দ্রিমা থানা- ৩ জন,মতিহার থানা-৩ জন,কাটাখালী থানা-২ জন,শাহমখদুম থানা-৩ জন,পবা থানা-৮ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।

যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে মোট ১৭.১৫ গ্রাম হেরোইন,৪০ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে,রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১ জন,তানোর থানা ১ জন,দুর্গাপুর থানা ১ জন,পুঠিয়া থানা ২ জন,চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি,একজনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

দুর্গাপুর থানা পুলিশ মোঃ সোহাগ(২৫) কে ৩ গ্রাম হেরোইন সহ আটক করে।আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x