বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
গলাচিপায় বিষপানে ছাত্রীর মৃত্যু

সঞ্জিব দাস,গলাচিপা(পটুয়াখালী)
- আপডেট সময় : ১২:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৪০৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার গলাচিপায় বিষপানে খাদিজা আক্তার (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার ৩০ জানুয়ারি আনুমানিক সকাল ১১ঃ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
মৃত খাদিজা উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রামের নুরু হাওলাদার এর মেয়ে।তিনি দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মেয়েটির মানসিক সমস্যা ছিল।সোমবার সকালে বাসার লোকজন কাজে ব্যস্ত ছিল।এ সময় ঘরে থাকা ঘাস মারার রাসায়নিক মেয়েটি খাবার ঔষধ মনে করে পান করে ফেলে।পরে পরিবারের লোকজন উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ ওসি শোনিত কুমার গায়েন জানান, এই ব্যাপারে গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।