বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
বড্ড অলস

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

বড্ড অলস
গোলাপ মাহমুদ সৌরভ
সকাল হলো খোকন সোনা
খুলো তোমার আঁখি,
বড্ড ঘুম চোখে আমার
কিছু নাহি দেখি।
সকাল হলে অলস হও
এতো ঘুম চোখে,
দাঁত ব্রাশ করে আসো
পানি দাও যে মুখে।
আম্মু তুমি মজার ঘুম
দিলে যে নষ্ট করে,
খোকন তুমি বড্ড অলস
ডাকছি ঘণ্টা ধরে।
সকাল হলো পড়তে বসো
এখনো আছো শুইয়ে,
স্কুলে যাবার সময় হলো
আসো হাত-মুখ ধুয়ে