নওগাঁর পত্নীতলায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ।
এসময় উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা প্রমূখ।
এসময় প্রধান অতিথি উপস্থিত অফিস কর্মকর্তাদের কর্ম তৎপরতা সম্পর্কে মতবিনিময় করেন।
জনপ্রতিনিধিদের নিকট হতে এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়ে মতবিনিময় করেন।
সভা শেষে তিনি মহিলা বিষয়ক কর্মকার্তার অফিস পরিদর্শন ও পরে তিনি পাটিচরা ইউনিয়নের পাহাড়কাটা আশ্রায়ন প্রকল্পের অসহায় মানুষদের জন্য কম্বল বিতরণ করেন।