Warning: getimagesize(): corrupt JPEG data: 130816 extraneous bytes before marker in /home/jamunap/public_html/wp-content/plugins/socialmark/includes/frontend.php on line 204

Warning: getimagesize(): corrupt JPEG data: 130816 extraneous bytes before marker in /home/jamunap/public_html/wp-content/plugins/socialmark/includes/frontend.php on line 232
ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
বিশেষ বিজ্ঞপ্তি ::
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল 'যমুনা প্রতিদিন ডট কম' এ আপনাকে স্বাগতম...

কুড়িগ্রাম সদরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
যমুনা প্রতিদিন অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারী) সকালে মাস্টারেরহাটের নামা চরে (জোলাপাড়া) এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ইয়াকুব(৩০), এরশাদ(২৮), হোসেন আলী (৬৫) ইসমাইল (৩৭), নূরনবী (৭০), আব্দুল জলিল(৪৩), আব্দুল খলিল (৪২), শফিকুল (৩৫) জসিম (২৩), সহিদা বেগম (৬০), খোতেজা (৬০) হাফসা (২৬) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খাদেম আলী (৭০) মেহের আলী (৪২) ও আবু সুফিয়ানকে (২৮) উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মাস্টারেরহাট এলাকার খাদেম মিয়া গং তার ভোগ দখল করা জমিতে ধান রোপন করার জন্য গেলে একই এলাকার নুরনবী গং দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানায়, প্রায় ১৭-১৮ বছর থেকে এই দুই গ্রুপের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। আদালতে মামলা চলমান আছে। থানায় কয়েকবার মীমাংসার জন্য ডাক দিলেও একদল উপস্থিত হলেও আরেক দল উপস্থিত হয় না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুড়িগ্রাম সদরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারী) সকালে মাস্টারেরহাটের নামা চরে (জোলাপাড়া) এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ইয়াকুব(৩০), এরশাদ(২৮), হোসেন আলী (৬৫) ইসমাইল (৩৭), নূরনবী (৭০), আব্দুল জলিল(৪৩), আব্দুল খলিল (৪২), শফিকুল (৩৫) জসিম (২৩), সহিদা বেগম (৬০), খোতেজা (৬০) হাফসা (২৬) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খাদেম আলী (৭০) মেহের আলী (৪২) ও আবু সুফিয়ানকে (২৮) উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মাস্টারেরহাট এলাকার খাদেম মিয়া গং তার ভোগ দখল করা জমিতে ধান রোপন করার জন্য গেলে একই এলাকার নুরনবী গং দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানায়, প্রায় ১৭-১৮ বছর থেকে এই দুই গ্রুপের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। আদালতে মামলা চলমান আছে। থানায় কয়েকবার মীমাংসার জন্য ডাক দিলেও একদল উপস্থিত হলেও আরেক দল উপস্থিত হয় না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।