পটুয়াখালীর দুমকিতে মোঃ খালিদ মাহমুদ (১৯) এর বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু হয়।এই শোকে মূর্ছা গিয়ে তার নানি কুলসুম বেগম স্ট্রোক করে মারা যান।
উপজেলার কার্তিকপাশা গ্রামে আলহাজ্জ্ব আজিজ মৃধা’র বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ঘটনা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, খালিদ নানা আজিজ মৃধার গ্রামের বাড়ি কার্তিকপাশা বেড়াতে গিয়ে পুকুরে কারেন্টের বরশি দিয়ে মাছ ধরা কালে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে তার নানিও স্ট্রোক করে মারা যান।এতে তাদের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।
উল্লেখ্য, নিহত খালিদএর গ্রামের বাড়ি একই উপজেলার আঙ্গারীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জলিশা গ্রামে।সে জলিশা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইসলাম ধর্ম) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখার সাবেক সেক্রেটারি হাফেজ রফিকুল ইসলাম এর বড় ছেলে।