সিরাজগন্জরের কাজিপুরে উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি সকালে কাজিপুর ইসলামি ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সাব-রেজিস্টার আসিফ নেওয়াজ, কাজিপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) হাসিব উদ্দিন ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোস্তফা মধু তালুকদার।
স্বাগতিক বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশন কাজিপুরের ফিল্ড সুপার ভাইজার মোঃ শাহীন সরকার।
আরও বক্তব্য রাখেন কাজিপুর মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ আব্দুল গাফফার,পৌর জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল মোতালেব প্রমূখ।
এতে অংশ নেয় উপজেলা বিভিন্ন মসজিদে ইমামবৃন্দ ও ইসলামি ফাউন্ডেশন কাজিপুরের ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষক মন্ডলী।