কাজিপুরে শীতার্ত মানুষের মাঝে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপির শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সোমবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে কাজিপুর দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের মাধ্যমে গৃহীত কম্বল কাজিপুর সদর ইউনিয়ন
যমুনা নদীর পশ্চিম পাড়ে মেঘাই যমুনা নদীর ঘাটে দাঁড়িয়ে থাকা ছিন্নমূল মানুষ,নৌ শ্রমিক,জেলে সম্প্রদায়,ঘাটের কুলি শ্রমিকদের, গান্ধাইল ইউনিয়ন পূর্ব খুকশিয়া বাঁধের ওপর বাঐখোলা মোড়ে নিন্ম আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় তিনি বলেন,মানব সেবায় মহান রবের সন্তুষ্টি নিহিত। যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে।শীতে কাপড়ের অভাবে মানুষ কাঁপতে থাকে, জাগ্রত মমত্ববোধ, মানবতার তাগিদে আমাদের উচিত তাদের পাশে দাড়ানো।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, যুব লীগের সভাপতি বিপ্লব সরকার,সম্পাদক আলী আসলাম, কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার,সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল আওয়াল সরকার, উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরে মোমিন রানা সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ প্রমুখ।