মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেলা ১ম বিভাগ ভলিবল লীগে সোমবার (৩০ জানুয়ারী) কলোনী ক্লাব ৩-১ সেটে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ও নবারুণ সংঘ ৩-০ সেটে আমবাগান ক্লাবকে হারায়।
ব্রাদার্স ইউনিয়ন, মডার্ন বক্সিং ক্লাব, ব্রাটষ্টার ও গ্রীনষ্টার ক্লাব অংশ নেবে।