ঝালকাঠির রাজাপুরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী : রাস্তার ধারে কুমড়া জাতীয় সবজি (ফসল : লাউ, জাত: নবাব) চাষ এর মাঠদিবস অনুষ্ঠান পালিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে সাতুরিয়া ইউনিয়নের পালবাড়ি এলাকায় এ অনুষ্ঠান হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, উপ পরিচালক কৃষিবিদ মো: মনিরুল ইসলাম, বিশেষ অতিথি অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) মোঃ রিফাত সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন্নেছা পাপড়ি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল বশার জোমাদ্দার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মেহেদি হাসান, উপ সহকারী কৃষি কর্মকর্তা পলাশ হালদার, সংশ্লিষ্ট ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা সজীব তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো: মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আধুনিক লাউ উৎপাদন প্রযুক্তি বিশেষ করে জৈবিক পদ্ধতিতে পোকামাকড় দমনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি পোকা দমনে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকারক প্রভাব তুলে ধরেন এবং রাস্তার পাশের খালি জমিসহ অন্যান্য অনাবাদি পতিত জমিতে লাউ ও বিভিন্ন কুমড়া জাতীয় সবজি চাষ করতে কৃষকদের আহবান জানান।এছাড়া তিনি খোরপোষ কৃষিকে বানিজ্যিক কৃষিতে পরিনত করার জন্য বলেন।