টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে ১ দফা দাবীতে নার্সদের কর্মবিরতি পালিত হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে ৩দিন ব্যাপী কর্ম বিরতি কর্মসূচীর ২য় দিনে মঙ্গলবার কর্ম বিরতি পালন করা হয়।
১ দফা দাবিতে কর্মসূচীর ১ম দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর কার্যালয়ে একটি স্মারকলীপি ও উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি স্বারকলীপি প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
২য় দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ও নার্সিং ইনস্টিটিউটের সকল সিনিয়র নার্সরা।