শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নাটোরে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোরে মানবিহীন ও পঁচা মরিচের গুড়া উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ২ টি কারখানায় বিএসটিআইয়ের মামলা দায়ের; ৪৫ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে দেয়া হয়েছে।

বুধবার নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় নাটোর জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও পঁচা মরিচ থেকে মরিচের গুঁড়া উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তেবাড়িয়া হাটের মুন্না ট্রেডার্সকে ৩৫ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে বন্ধ করা হয়।পাশাপাশি নিম্নমানের প্রায় ১৫০ কেজি শুকনা মরিচ এবং প্রায় ১১০ কেজি তৈরি মাল মরিচের গুড়া জব্দ করে ধবংস করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।

অন্য অভিযানে একই এলাকায় সরিষার তেল এর অনুকূলে বৈধ সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কাসেম শাহ অয়েল মিলকেকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com