রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের দাপ্তরিক ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে কল করে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই নম্বর থেকে ফোন করে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বেশ কয়েকজনের কাছে টাকা দাবি করে প্রতারক চক্রের সমস্যরা।
বিষয়টি জানার পরপরই ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র “উপজেলা প্রশাসন গোয়ালন্দ রাজবাড়ী” ফেইসবুক পেজে পোস্ট দিয়ে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেন।
গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম বলেন, আমাকে ইউএনও স্যারের নাম্বার থেকে ফোন দিয়ে ৫ হাজার টাকা চেয়েছে।আমার কাছে সন্দেহ হলে আমি ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করি।
মঙ্গলবার দুপুরে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মঙ্গলবার সকালে জানতে পারি একটি চক্র আমার ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করছে।কে বা কারা করছে জানি না।সন্ধ্যা পর্যন্ত ওই নম্বর থেকে বিভিন্ন লোককে কল করে টাকা চাওয়া হচ্ছে শুনেছি।আমি সবাইকে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছি।’
ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় জিডি করা হয়েছে।এখন পুলিশ এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবে বলে জানান তিনি।