সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ অক্টোবর (বুধবার) সকালে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহেরর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ আসলাম আলী আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভপতি বিমল কিমার কুন্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি এম,এ জাফর লিটন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাংবাদিক আসলাম আলী প্রমুখ।
এ মানববন্ধনে শাহজাদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।