ছায়ার গোপন কথা
তোফায়েল আহমেদ শিহাব
ছায়ার মাঝে লুকানো, গভীর রাতের কথা,
মৃদু বাতাসে ভাসে, হাসির সুরের ছটা।
দূরের গানে মেলে, স্মৃতি ধরা পড়ে,
অদৃশ্য বন্ধনে, মৃদু সুরের খোঁজে।
বাঁধা পড়ে জলের তলে, আবেগের খেলা,
ছায়ার কোলেই বয়ে, অশ্রু গোপন বেলা।
চাঁদের আলোয় উজ্জ্বল, রূপকথার বেলা,
ছায়া পড়ে বুকের ভেতর, স্বপ্নের কমলা।
শ্রবণে মিশে থাকে, রোমাঞ্চের টান,
মরীচিকার দেশে, লুকিয়ে প্রেমের গান।
ছায়ার গোপন কথা, কখনো বলা হয়নি,
অন্ধকারে চাঁদের সঙ্গ, যত অমলিন।
হৃদয়ে বাঁধা আছে, অজানা সব চিহ্ন,
ছায়ার অনুভূতিরা, জাগায় না মন্থন।
একটি পায়ে থমকে, শুনি হৃদয়ের সুর,
ছায়ার গোপন কথা, অনন্তের পথচুর।