বগুড়ার সারিয়াকান্দিতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত পল্লী সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্র (ক্ষুদ্রঋণ) কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আঃ আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান।
এসময় বগুড়া জেলা সমাজসেবা কার্যালয় সহকারি পরিচালক মো: শফিকুল ইসলাম, মোহাঃ আতাউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।