নাটোরের সিংড়ায় ৫জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা এখনো ঠিক করেনি পুলিশ।
গতকাল (মঙ্গলবার) ১অক্টোবর দিবাগত রাতে তাদের আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন, এডভোকেট মোঃ জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, সিংড়া উপজেলা আওয়ামী লীগ।শীতল কুমার সরকার, সহ-সভাপতি, সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়ন আওয়ামী লীগ।আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক, সিংড়া উপজেলা আওয়ামী লীগ। সাং নিংগইন।আদেশ আলী সরদার, সদস্য সিংড়া উপজেলা আওয়ামী লীগ।সঞ্জয় কুমার সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। সর্ব সাং সিংড়া, থানা সিংড়া, জেলা নাটোর।
আটককৃত আসামিরা সিংড়া থানা পুলিশ হেফাজতে আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামী আটক করে সিংড়া থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সিংড়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক বলেন, আসামীদের আটক করা হয়েছে তাদের কোন মামলায় আটক করা হয়েছে তাহা পরে জানানো হবে।