শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিনে “মোংলায় পৌর বিএনপির সদস্য সচিব মানিকের বসতবাড়িতে হামলা : ভাংচুর ও লুটপাটের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিম্নলিখিত প্রতিবাদকারীগণ।

প্রতিবাদলিপিতে তারা দাবি করেন, প্রকাশিত সংবাদে তাদের জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, প্রকৃত ঘটনা হলো-গত ০৪-০২-২০২৪ ইং জেলা প্রশাসক বরাবর জমির সীমানা পরিমাপের দরখস্ত করা হয়।জেলা প্রশাসক ১৫-০২-২০২৪ সহকারী কমিশনার (ভূমি) মোংলাকে বিষয়টি
তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করে।সহকারী কমিশনার (ভূমি) মোংলা সরজমিনে তদন্ত ও পরিমাপ কাজ সম্পন্ন করে উভয় পক্ষকে নোটিশ প্রদানের মাধ্যমে গত ইং ২৫-০৯-২০২৪ মোবাইল কোর্ট ৮২/২৪ নং মামলা পরিচালনা করেন। তদন্তকাজে উপস্থিত হলে বিবাদীগন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে সহকারি কমিশনার (ভূমি) কে বাধা দেন এবং জীবন নাশ ও দেখে নেয়ার হুমকি প্রদান করেন।পরবর্তীতে তিনি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার পূর্বক হেফাজতে নেন এবং ২ লক্ষ টাকা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ১৮৯, ২২৫, ১৮৬ ও ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ধারা ৭ ও ১০ অধীনে দন্ডিত করেন এবং সহকারী কমিশনার (ভূমি) মোংলা বাদীকে জানান বিবাদীগন এই জমি অবৈধভাবে দখলকার আছেন এবং বিবাদীকর্তৃক ভিপি লিজ প্রাপ্ত জমি এবং দখলকৃত জমির অবস্থান সম্পূর্ণ ভিন্ন।অত:পর জমির প্রকৃত মালিক সরজমিনে বসতবাড়ি ব্যতিত সীমানা বেড়া অপসরন করে।পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি মোঃ মাহবুবুর রহমান মানিক বসতবাড়ির মালামাল অপসরন ও জায়গা খালি করার জন্য এক মাস সময় প্রার্থনা করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত জায়গা খালি করতে এক মাসের সময় প্রদানের শর্তে জরিমানা আদায়ে তাকে জামিন প্রদান করেন।

কাজেই আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর।এসব সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষন্ন করা হয়েছে।আমরা এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী,

খন্দকার তারিক,
খন্দকার তুহিন,
খন্দকার তুষার,
খন্দকার তুরান;

ঠিকানা : শেলাবুনিয়া, কলেজ মোড়, মোংলা, বাগেরহাট।

প্রতিবেদকের বক্তব্য : সংবাদটিতে স্থানীয় ভুক্তভোগীর বক্তব্য, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে।এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com