রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় তীব্র গরমে পৌর বিএনপির উদ্যোগে পর্যটকদের মাঝে সুপেয় পানি বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বদলগাছীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গোৎসব ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লিমন পরিষদ জকিগঞ্জে প্রতিমা বিসর্জনে ভারত-বাংলার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান,প্রশাসনের কঠোর হুশিয়ারী নলছিটিতে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ বাঘায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নাগেশ্বরীতে নিচ্ছিদ্র নিরাপত্তায় প্রতিমা বিসর্জন ছুটি কাটিয়ে গন্তব্যে ফিরছে পর্যটক,কুয়াকাটায় শতাধিক কোটি টাকার বেচাকেনা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রোজগারের ইজিবাইকই কাল হয়ে দাড়িয়েছিলো শহিদ মিয়ার

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের বাজুপাড়া গ্রামের শহিদ মিয়া (১৮) গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়।এরপর থেকেই সে নিখোজঁ ছিল।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।পরদিন শুক্রবার তার পরিবারের লোকজন এ বিষয়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের চারদিন পর শেরপুরের শ্রীবরদী থেকে শহিদ মিয়ারর অর্ধগলিত লাশ উদ্ধার করে শ্রীবর্দী থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীবর্দী উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা-কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশে একটি ধান ক্ষেত থেকে শহিদ মিয়ার লাশ উদ্ধার করা হয়।

নিহত শহিদ মিয়া জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নালিতাবাড়ি উপজেলার নন্নী এলাকার শহিদ মিয়া গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়।এরপর থেকেই সে নিখোজঁ ছিল।পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।পরদিন শুক্রবার তার পরিবারের লোকজন এ বিষয়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

একপর্যায়ে সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গিলাগাছা কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশের একটি ধান ক্ষেতে একটি অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এসময় লাশটি নিখোঁজ শহিদ মিয়ার বলে শনাক্ত করা হয়।

ধারনা করা হচ্ছে, ইজিবাইক ছিনিয়ে নিয়ে শহিদ মিয়াকে হত্যা করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওই ঘটনায় নিহতের স্বজনরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com