নওগাঁর আত্রাইয়ে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসেন, দাওয়াহ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী জাকির হোসেন, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আব্দুল মুমিন, হাফেজ আবু বক্কর ছিদ্দিক, হাফেজ ওয়ালিউল্লাহ, মাওলানা ক্বারী নাঈম মাহমুদ চৌধুরী প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরে মাওলানা মুজাহিদ খানকে সভাপতি ও হাফেজ আবু বক্কর ছিদ্দিককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট হুফফাজুল কোরআন ফাউন্ডেশন আত্রাই উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।