বর্তমান সময়ের উদীয়মান তরুণ গায়ক প্রিন্স মিলন।ইতিমধ্যে ইউটিউব থেকে প্রকাশ করেছেন ৩০ এর অধিক গান।সম্প্রতি প্রকাশ হতে যাচ্ছে ‘চোখ ভিজে কান্নায়’ ও ‘প্রবাস জীবন কষ্ট ভিষন’ শিরোনামের নতুন দুটি গান।গানগুলো শীঘ্রই প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাক মাল্টিমিডিয়ার ব্যানার থেকে প্রকাশ করা হবে।
এর আগে ‘সুখের লাইগা আইলাম প্রবাসে’ শিরোনামের একটি গানের মাধ্যমে পরিচিত লাভ করেন এই তরুন গায়ক।গানটি এখন পর্যন্ত ২০ লাখের অধিক মানুষ শুনেছেন ইউটিউবে।এটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন মিলন।
প্রিন্স মিলন বলেন, আমি ছোট থেকেই গান ভালবাসি‘ধীরে ধীরে আমার জীবনের স্বপ্নপূরণ হচ্ছে গানের মাধ্যমে। আরো ভালো কিছু করতে চাই।শিগগির বেশ কিছু নতুন গান প্রকাশ হবে।আশা করছি নতুন গানগুলো ভালো লাগবে শ্রোতাদের।সকলকের দোয়া ও ভালবাসা চাই।