পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতকে ঘুষ, দুর্নীতির আখড়ায় পরিণত করেছে পেশকার মো. জাফর।তার বিরুদ্ধে গলাচিপার সব আইনজীবী ও আইনজীবী সহকারী পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, কোনো মক্কেল এ আদালতে মামলা করলেই পেশকার জাফর ও সঙ্গে থাকা সহযোগীরা বাদী ও বিবাদীর সঙ্গে যোগাযোগ করে অবৈধ অর্থ লেনদেন, দাখিলা ছাড়াই রিসিভার আদেশ, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও টাকা না পেলে মামলায় নম্বর না ফালানো নানা অভিযোগ রয়েছে।এতে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
পেশকার মো. জাফর জানান, আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলাপ করতে পারেন।