রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মোঃ রুহুল আমিন, পৌরসভার প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খান সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলকে অপসারণের পর ১৯ আগস্ট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক।তিনি ২২ আগস্ট তিনি অপসারণ হন, পরে একই দিনে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জ্যোতিশ্বর পাল প্রশাসক ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব গ্রহণ শেষে তাকে অপসারণ করা হয়।এরপর ৩০ সেপ্টেম্বর জ্যোতি বিকাশ চন্দ্র পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।