কবিতাঃ কষ্টে গড়া ঘর
মোঃ জাবেদুল ইসলাম
তিস্তা রে তুই ক্যানে ভাঙ্গিস,
মোর কষ্টে গড়া ঘর।
সবগুলাই যে ভাঙ্গি চুরি,
করলু যে মোরে পর।
বউ ছাওয়া বুড়ো মাও বাপ,
কি যে এ্যালা করং।
কোন জাগাতে মাথা গুজার,
ঠাই যেন মুই ধরং।
ফসলি ভুঁই আছিল দুইখান,
তাও নিয়ে গেলি তুই।
অনাহারে দিন কাটে যাং
বান ভাসি যে এক মুই।
চৌদ্দ পুরুষের ভিটেমাটি মোর,
আছিলো তিস্তা তোর বুকে।
তোর কারণে আজকে তারা,
আছে চরম সবাই দুঃখে।
তবুও হামরা তিস্তা পাড়ে,
বাঁধি কষ্টে গড়া ঘর।
দোহাই লাগে তিস্তা রে তুই
হামারে করিস না পর।