স-মিল মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে কাঠ ছিড়ানো বাবত অনৈতিক অন্যায্য মূল্য নির্ধাররের প্রতিবাদে এবং গ্রেপ্তারের দাবীতে ফার্নিচার ব্যবসায়ী, নৌকা ব্যবসায়ী ও কাঠ ব্যবসায়ীর সাথে জড়িত শ্রমিকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধনও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল সকাল ১১টায় ফার্নিচার ব্যবসায়ী,নৌকা ব্যবসায়ী ও কাঠ ব্যবসায়ীর সাথে জড়িত শ্রমিকদের আয়োজনে শহরে ষোলঘর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাফিক পয়েন্টে এসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি ইছহাক আলী, সদস্য আছকর আলী, নৌকা সমিতির সভাপতি মোশাহিদ আলী, সদস্য কামাল মিয়া, সিনিয়র সাংবাদিক আল হেলাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমিতির সদস্য কবির মিয়া, লিটন মিয়া, আবু কালাম, ছত্তার মিয়া ও ওয়াহিদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলায় স-মিল মালিকরা প্রতি ফুটে ৫০ টাকা করে নিলেও ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের দোসর স-মিল মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতি ফুটে ১০০ শত টাকা করে নিচ্ছেন, যা নীতিমালা বিরোধী।এই মালিকরা অতিরিক্ত টাকা আদায়ের ফলে সুনামগঞ্জে ফার্নিচার ব্যবসায়ী, নৌকা ব্যবসায়ী ও কাঠ ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
অবিলম্বে এই সমস্ত সুবিধাবাদি মুনাফালোভী স-মিল মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান এবং প্রতি ফুট কাঠ ছিড়ানোতে একটি নীতিমালা প্রণয়ন করে নিধারনের ও দাবী জানান।এই দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওযার ও হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার প্রধানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।