খেলাফত মজলিস জকিঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আগামী ৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ টার সময় জকিগঞ্জ সোনার বাংলা কনফারেন্স হলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ পরে জকিগঞ্জ বাজারে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃটান্তমূলক শাস্তির দাবীতে গণ মিছিল বের করা হবে।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডাক্তার এএ তাওসীফ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র মজলিসের প্রক্তন কেন্দ্রীয় সভাপতি লেখক ও কবি মাওলানা রুহুল আমীন সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন ও ইসলামী ছাত্র মজলিসের সিলেট পূর্ব জেলা সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান খান।
কর্মী সমাবেশে খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী যুব মজলিস ও শ্রমিক মজলিসের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।এদিকে বৃহস্পতিবারের কর্মী সমাবেশ ও গণ মিছিল সফলে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর সভা শাখা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।সকল ইউনিয়ন, ওয়ার্ড শাখায় ও সমাবেশের প্রস্তুতি চলছে।
সমাবেশে উপজেলার সর্বস্থরের মজলিস কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার ও জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।