কন্যাশিশু আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ তাদেরকে যথাযথভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করলে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তাদের মতামত কে গুরুত্ব দিতে হবে তাদের প্রতি যত্নবান হতে হবে, তাদের প্রতিভাকে বিকশিত করতে আমাদের সহযোগিতা করতে হবে তাহলেই তারা কাঙ্ক্ষিত সমাজ গঠনে অভূতপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ সোমবার দুপুরে শালিখা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এসব কথা বলেন।
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার নূরোল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা বীথি মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মেছবা উদ্দিন প্রমুখ।