বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
শীত কুয়াশা

সাঈদুর রহমান লিটনঃ
- আপডেট সময় : ১২:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

শীত কুয়াশা
সাঈদুর রহমান লিটন
সকাল বেলা শীত -কুয়াশা
যায়না চলা পথে
জামা কাপড় যাচ্ছে ভিজে
কুলায় না আর রথে।
হলুদ গাঁদায় হিম কুয়াশা
হলুদ গেছে উবে
চোখের তারায় পর্দা পরা
রাস্তা গেছে ডুবে।
উঠবে কবে সুর্য মামা
বসেই প্রহর গুনি
সূর্য উঠলেই শীত- কুয়াশা
উড়াল দিবে শুনি।
শিউলি তলায় ফোঁটায় ফোঁটায়
ঝরছে পানি ফুলে
শীতের ভয়ে শিউলি তলায়
আর যাবো না ভুলে।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর