আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সুষ্ঠু ও সফলভাবে উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার।
এ সময় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হাসান মনসুর মিলন, চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক শিক্ষক নেতা ওয়াহিদুজ্জামান মিনু, মাইজবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহীনুর আলম, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন, পূর্বখুকশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকলস্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন ও প্রতিনিধিগন।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা তৈরিতে কর্মরত শিক্ষক এবং শিক্ষার্থীসহ অংশীজনদের অংশগ্রহনে আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে র্যালী/আলোচনা সভা/সেমিনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়।সেই সাথে উপজেলা পর্যায়ে পালন করতে করনীয় নির্ধারনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।এছাড়াও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাস্তবায়ন কমিটি সহ বিভিন্ন সাব- কমিটি গঠন করা হয়।