নাটোরের লালপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে বদলি করা হয়েছে।এছাড়াও ওই একই প্রজ্ঞাপনে সারা দেশে আরো ১৬জন সাব-রেজিষ্টাকে বদলি করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) আইন ও সংস্থাপন মন্ত্রনালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বিষয়ে বলা হয়েছে বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারগণের বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বদলিকৃত সাব রেজিস্ট্রারগণ হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সাব-রেজিস্ট্রার শাহ আব্দুল আরিফ, নওগাঁ জেলার ধামুরহাট উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা সাব-রেজিস্ট্রার বিদ্যুৎ কুমার মন্ডল, পাবনা জেলার বেড়া উপজেলা সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার সহিদুল ইসলাম, রংপুর জেলার কাউনিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম, নীলফামারী জেলার জলঢাকা উপজেলা সাব-রেজিস্ট্রার মনীষা রায়, ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ সেলিম ভূঞা, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাব-রেজিস্ট্রার যোবায়ের হোসেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার আইরিন রহমান সনি, চুয়াডাঙ্গা জেলার ডামুড়হুদা উপজেলা সাব-রেজিস্ট্রার নাফিয বিন যামান, টাঙ্গাইল জেলার কালিহতি উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ খায়রুল বাশার, নাটোর জেলার লালপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মাসুদ রানা, নিবন্ধন অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা নুরুল ইসলাম,নিবন্ধন অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মিজাহারুল ইসলাম, ফেনি জেলার মতিগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মুনজুরুল আমিন, মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফ।
ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে সাব-রেজিষ্টারগণকে আগামী ৭ অক্টোবর ২০২৪ তারিখে তাদের বর্তমান দায়িত্বভার অর্পন পূর্বক বদলিকৃত কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার জন্য মহা পরিদর্শক নিবন্ধন-কে অনুরোধ করা হইল।