খুলনার পাইকগাছায় দেলুটি ইউনিয়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ও নাম সম্বলিত ফরম বানিয়ে চাঁদা উঠানোর সময় তিনজনকে জনতা আটক করেছে।পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
এঘটনায় ধৃতদের নামে সোমবার থানায় দেলুটি গ্রামের উত্তম বৈরাগি মামলা করেছে।
মামলার বিবারণে জানা যায়, রোববার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ও নাম ব্যবহার করে ফরম তৈরী করে উপজেলার দেলুটিি ইউনিয়ন ও বটিয়াঘাটা উপজেলার একটি প্রচারক চক্র্।ফরমে চাঁদার মুল্য লেখা আছে ৮০ টাকা।এ টাকা আদায়কালে স্থানীয় জনতা তিন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো, হরিণখোলা গ্রামের ইয়াসিন খার ছেলে মাসুম খা (২৪), একই এলাকার আইদ সরদারের ছেলে মনির আলম (৩০) ও বটিয়াঘাটা উপজেলার বারহাড়িয়া গ্রামের বিভুতি ঢালীর ছেলে মিথুন ঢালী (৩২)।দেলুটি ইউনিয়নের ৭নং ও ৮ নং ওয়ার্ড সদস্য তাদের ছাড় করানোর জন্য তদবীর কারক হিসেবে থানায় দেখা যায়।
থানার অফিসার ইনচার্জ ওবায়ইদুর রহমান বলেন, ধৃতদের নামে প্রতারনার ঘটনায় থানায় মামলা হয়েছে।আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে ধৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।