র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৯ শে সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর চকপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন।অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) ওয়ান শুটারগান- ০১টি, (খ) গান পাউডার- ০২ কেজি, (গ) দেশীয় ধারালো অস্ত্র- ০৯ টি উদ্ধার করেন।
ঘটনার বিবরণে প্রকাশ : র্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এবং সেনাবাহিনীর একটি যৌথ অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর চকপাড়া নামক এলাকায় বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্রের সন্ধান পায়। পরবর্তীতে র্যাবের ও সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উপরোক্ত অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন।
অভিযান পরবর্তী সময়ে আলামত সমূহ রাজশাহী মহানগরীর মতিহার থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, ও সেনাবাহিনীর কতৃক যৌথ অভিযান চালিয়ে ০১ টি ওয়ান শুটারগান, ০২ কেজি গান পাউডার ও ০৯ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারের বিষয়টি আজ সোমবার (৩০ শে সেপ্টেম্বর ২০২৪ ইং) সিপিএসসি র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর।এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযানগুলো চলমান থাকবে।