শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রাজশাহীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার।

প্রধান অতিথি বলেন, কন্যাশিশুদের জন্য কেনো দিবস পালন করতে হবে কেন? সন্তান যাই হোক ছেলে অথবা মেয়ে সবাইকে সমানভাবে মানুষ করতে হবে।কোনো বৈষম্য রাখা যাবে না।একটা ছেলে যে কাজ নির্বিঘ্নে করতে পারে একই কাজ মেয়েদের করতে পরিবার থেকে যে বাঁধা দেয়া হয় তা দূর করতে হবে।

বাল্যবিবাহ রোধ না হওয়ার কারণ উল্লেখ করে অসীম কুমার বলেন, বাল্যবিবাহ এমনি এমনি আসে নাই, আমরা কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছি।তাদের সুরক্ষিত করা সকল নাগরিকের দায়িত্ব।

নারীদের সফলতা তুলে ধরে তিনি বলেন, এভারেষ্ট জয় থেকে শুরু করে পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গাতে নারীরা দায়িত্ব পালন করছে।নারীরা ছেলেদের থেকে অনেক সৃজনশীল, তাদের প্লাটফরম তৈরি করতে হবে।তাহলেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি তা পূরণ করা অনেকটাই সম্ভব হবে।

এ সময় তিনি সফল জীবন নয়, স্বার্থক জীবনে নারীদের গড়ে তোলার আহবান জানান।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ সরদার, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: রহিমা আকতার জাহান এবং কন্যা শিশু এডভোকেসি ফোরামের সভাপতি ড. কামরুজ্জামান।

অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তিনি কন্যাশিশুদের শপথ বাক্য পাঠ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com